জিম জোন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ গত ২৭ ও ২৮ ডিসেম্বর ঢাকায় এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের নামকরা ফিটনেস ক্লাবগুলোর প্রতিভাবান বডিবিল্ডাররা অংশ নেন। এবারের আসরে চট্টগ্রামের জিম অলিম্পিয়া ফিটনেস ক্লাবের হয়ে সাফল্য পান দুই প্রতিভাবান বডিবিল্ডার জালাল এবং জিহাদ। জিহাদ পুরুষের শরীর ১৬৬ সেমি ক্যাটাগরিতে ৪র্থ স্থান এবং জালাল ৮০ কেজি ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেন।
জালাল তার শক্তিশালী মঞ্চ উপস্থিতি এবং শারীরিক সুগঠনের জন্য বিশেষভাবে নজর কাড়েন। অন্যদিকে, জিহাদ তার আত্মবিশ্বাস ও অনন্য পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন। অলিম্পিয়া ফিটনেস ক্লাবের পক্ষ থেকে এই সাফল্যের জন্য জালাল ও জিহাদকে অভিনন্দন জানানো হয়। তাদের এই সাফল্য দেশের ফিটনেস সংস্কৃতির উন্নতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।