জিম্বাবুয়ে সফরে টেস্ট কমে বেড়েছে টি-টোয়েন্টি

| বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

৮ বছর পর আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল সাকিব-তামিমদের। তবে দুই বোর্ড আলোচনার মাধ্যমে একটি টেস্ট কমানোর পাশাপাশি একটি টি-টোয়েন্টি বাড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এক টেস্ট, তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘আমরা একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জিম্বাবুয়েও আমাদের প্রস্তাবকে সমর্থন করেছে।’ এখনও সূচি চূড়ান্ত না হলেও বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন নিষেধাজ্ঞার মুখে বেলারুশ
পরবর্তী নিবন্ধরোমান সানাদের লক্ষ্য এখন প্যারিস