জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চলতি মাসের শেষে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তবে অন্য সিনিয়র ক্রিকেটারদের সবাই এই সফরে যেতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি নিশ্চিত করলেন, সাকিবকে ছাড়া অন্য সেরাদের নিয়ে সম্ভাব্য পূর্ণ শক্তির দলই পাঠানো হবে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের এই সফরের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে বিসিবি। যদিও সেটা আনুষ্টানিকভাবে জানানো হয়নি। তবে পাওয়া শিড়িউল মোতাবেক ২৭ জুলাই জিম্বাবুয়ে পৌঁছাবে টাইগাররা। ২৮ জুলাই প্রথম অনুশীলন। এরপর ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। পরের ম্যাচটি ১ আগস্ট। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ আগস্ট। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটা মাঠে গড়াবে ৫ আগস্ট। বাকি দুটি ওয়ানডে ম্যাচ হবে ৭ ও ১০ আগস্ট।
ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। এই সফরে তাই নিয়মিত ক্রিকেটারদের কয়েকজনকে বিশ্রাম দিয়ে অন্যদের বাজিয়ে দেখা ও তাদের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দেওয়ার একটা ভাবনা ছিল বিসিবির। তবে সেটি যে হচ্ছে না তা গতকাল নিশ্চিত করেছেন জালাল ইউনুস। তিনি বলেন এই সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বেশিরভাগকেই পাওয়া যাবে। তারা সবাই খেলতে চায়। সাকিব যে এই সিরিজে খেলবেনা সেটা আগেই আমাদের জানিয়েছে। নির্বাচকরা একটা দল চূড়ান্ত করছেন। যেখানে এখনকার দলের সবাই আছে। অর্থাৎ জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। গত বছরই জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে ৩-০তে জিতে এসেছে বাংলাদেশ। যেটি ছিল ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এবারের সিরিজের বাড়তি তেমন ওজন নেই। তাছাড়া ওয়ানডেতে জিম্বাবুয়ের অবস্থাও এখন যাচ্ছেতাই। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা আছে ১৫ নম্বরে। স্কটল্যান্ড-নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরাতেরও নিচে। ২০১৩ সালের পর থেকে টানা ১৯ ওয়ানডেতে তারা হেরেছে বাংলাদেশের বিপক্ষে। এই দলের বিপক্ষেও কেন পূর্ণ শক্তির দল খেলাতে চান তেমন প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানান হয়ত এই সিরিজটি পয়েন্টের খেলা নয়। চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলছিল দ্বিতীয় সারির দল পাঠাতে। তবে এখন দ্বিতীয় সারির দল যাচ্ছে না। আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।

পূর্ববর্তী নিবন্ধকিংসের ঘাম ঝরিয়েছে চট্টগ্রাম আবাহনী
পরবর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের শিরোপা জিতেছে লালমাটিয়া ক্লাব