জিম্বাবুয়ে থেকে ফেরা দুই নারী ক্রিকেটার পজিটিভ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার। বিসিবির একটি সূত্র সোমবার দুই জন ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানিয়েছে। দেশে ফেরার পথে ও দেশে ফেরার পর নারী ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অনেকবার পরীক্ষা করা হয়েছে। সোমবার দুপুরে পাওয়া পরীক্ষায় দুই জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন। সবার আরেক দফা পরীক্ষা করানো হয়েছে, এর ফল আসার কথা রাতেই। বিশ্বকাপ বাছাইপর্ব উতরানোর পর অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যেন দেশে ফেরা। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বাতিল হয়ে যায় একের পর এক ফ্লাইট। জিম্বাবুয়ে থেকে অনেক পথ ঘুরে অবশেষে গত বুধবার দেশে ফিরেন নারী ক্রিকেটাররা। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ঢাকায় পৌঁছানোর পরপরই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হয় গোটা দলকে। সবার নেগেটিভ ফল এলে সোমবার ১২টায় তাদের হোটেল ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। বিসিবি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল এদিন। কিন্তু দুই জন পজিটিভ হওয়ায় বাতিল হয়ে যায় সেটি। আগামী মার্চ-এপ্রিলে ৮ দলের বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক স্নুকার ও নাইনবল ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধছুটি মঞ্জুর হয়েছে সাকিবের যাচ্ছেন না নিউজিল্যান্ড