অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের মূল আসরের আগে একটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল গুলো। সেটি বেশ ভালোভাবেই কাজে লাগাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইচ মোল্লার দুর্দান্ত ব্যাটিং আর বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে টাইগার যুবারা এক রকম উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে গত মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের যুবাদের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের যুবাদের জয় ১৫৫ রানের। আইচ মোল্লার ৮২ রানের ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৭ রানে। ডিএলএস পদ্ধতিতে পরে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৬। তারা গুটিয়ে যায় ১১০ রানেই।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটিং প্রস্তুতি অবশ্য খুব আদর্শ হয়নি। টপ অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ওপেনার ইফতেখার হোসেন তৃতীয় ওভারেই আউট হন স্লিপে ক্যাচ দিয়ে। বড় ভরসা প্রান্তিক নওরোজ নাবিল ১০ রানে আউট হয়ে যান ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ হয়ে। তৃতীয় উইকেটে আরিফুল ইসলাম ও আইচ গড়েন ৫১ রানের জুটি। ওপেনার আরিফুল ৪০ রানে বিদায় নিলে ভাঙে এই জুটি। ইনিংসের সবচেয়ে বড় জুটি এরপরই পায় বাংলাদেশ। কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ ফাহিমকে নিয়ে আইচ ৮১ রান যোগ করেন ৭৯ বলে। ফাহিম আউট হয়ে যান ৩৮ বলে ৩৩ রান করে। দারুণ খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো আইচ বিদায় নেন এরপর। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ৮২ বলে করেন ৮২ রান। আইচ মোল্লা আউট হওয়ার পর দ্রুত আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। ৪ উইকেটে ১৮৩ থেকে বাংলাদেশের রান হয়ে যায় ৮ উইকেটে ২০০। সেখান থেকে দলকে ভালোেস্েকার এনে দেয় রকিবুল হাসান ও রিপন মন্ডলের কার্যকর দুটি ইনিংস। নবম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন এ দুজন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ রান করে অধিনায়ক রকিবুল রান আউট হন। রিপন ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ করেন মাত্র ২৬ বলে।
ডিএলএস পদ্ধতিতে পাওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি। তেমন কোনো জুটি তারা গড়ে তুলতে পারেনি। তিন নম্বরে ব্যাট করতে নামা স্টিভেন সাউল ৪৫ বলে ৩৯ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে। অন্য কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে মাকোনির ব্যাট থেকে। বাংলাদেশের বোলাররা সবাই মিলে বোলিং অনুশীলন সেরে নেয়। ৭ জন বোলার বল হাতে নিয়েছেন। উইকেট পেয়েছেন ৬ জনই। প্রস্তুতি শেষে এখন মূল লড়াই শুরুর পালা। শিরোপা ধরে রাখার অভিযানে বাংলাদেশ মাঠে নামবে আগামী রোববার। গ্রুপের কঠিনতম প্রতিপক্ষের সঙ্গেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট কিটসেই। গ্রুপের অন্য দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।