দীর্ঘ বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশের মেয়েরা। জাহানারা আলম, সালমা খাতুন ও নাহিদা আক্তারের ত্রিমুখী আক্রমণে পঞ্চাশের আগেই থমকে গেল জিম্বাবুয়ে। রান তাড়ায় বাংলাদেশ জয় পেল অনায়াসেই। জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে এই দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশের জয় ৮ উইকেটে। বুলাওয়ায়োতে গতকাল বুধবার ২৩.২ ওভার খেলে জিম্বাবুয়ের মেয়েরা সংগ্রহ করে মাত্র ৪৮ রান। বাংলাদেশ জিতে যায় ১০.৪ ওভারে। এই প্রথম কোনো দলকে ওয়ানডেতে পঞ্চাশের আগে থামাতে পারল বাংলাদেশ। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ৭৫ ছিল বাংলাদেশের বিপক্ষে আগের সর্বনিম্ন। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে তৃতীয় ওভারে প্রথম সাফল্য এনে দেন জাহানারা। প্রথম স্পেলে এই পেসার নেন ২ উইকেট। মাঝে সালমা নেন একটি উইকেট। ২০ রানে ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে ছোবল দেন নাহিদা। এছাড়া একটি উইকেট নেন রিতু মনি। শেষ দিকে সালমা ফিরে এক ওভারে নেন দুই উইকেট। জিম্বাবুয়ে শেষ ৪ জুটিতে যোগ করতে পারেনি একটি রানও। ৬ উইকেটে ৪৮ থেকে শেষ হয় তাদের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে প্রেশাস মারাঙ্গে করেন ১৭ রান। বাংলাদেশের জাহানারা আলম ৩ উইকেট নেন ১৮ রানে। তার নতুন বলের সঙ্গী অভিজ্ঞ অফ স্পিনার সালমা খাতুন ৭ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদার শিকার ২ রানে ৩ উইকেট। সহজ রান তাড়া করতে নেমে বাংলাদেশ দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমানি আক্তারকে হারায় ৫ ওভারের মধ্যে। তবে দুই অভিজ্ঞ ফারজানা হক ও রুমানা আহমেদ বাকি পথ পাড়ি দেন কোনো বিপদ ছাড়াই। ওয়ানডে অধিনায়কত্ব হারানো রুমানা অপরাজিত থাকেন ২০ বলে ১৬ করে। ৩৯ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের এটি দশম জয়। সবশেষ ম্যাচেও জয় ছিল পাকিস্তানের বিপক্ষে।