জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারনে লম্বা সময় জাতীয় দলের বাইরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে সর্বশেষ বিপিএল দিয়ে খেলায় ফেরেন তিনি। খেলছেন চলমান ডিপিএলেও। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ১৫ সদস্যের এই দলে সাইফউদ্দিন ছাড়াও ফিরেছেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। তবে সমপ্রতি ডিপিএলে ভালো করায় তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। ডিপিএলে পারফর্ম করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। এই তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিক রান পেয়েছেন। তাছাড়া প্রথমবার টিটোয়েন্টি দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরবাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টিটোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড: বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধতামিম জাতীয় দলে খেলবেন আগামী বছর থেকে
পরবর্তী নিবন্ধগুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু