জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

হাতে ২ উইকেট নিয়ে শেষ দিনে ৩ ওভারও টিকতে পারেনি জিম্বাবুয়ে। আগের ইনিংসের মতো এবারও অধিনায়ক ক্রেইগ আরভিনকে তুলে নিয়ে ইনিংসের ইতি টানেন রশিদ খান। তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগারের ম্যাচে ৭২ রানের দারুণ এক জয় পায় আফগানিস্তান। শুধু তাই নয়, দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করে ১০ ব্যবধানে। যদিও এই ম্যাচে নাটকের কমতি ছিল না। বুলাওয়েতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। পরে ৮৬ রানের লিড নিয়ে জিম্বাবুয়ে থামে ২৪৩ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। রহমত শাহ (১৩৯) ও ইসমত আলমের (১০১) সেঞ্চুরিতে ভর করে তোলে ৩৬৩ রান। আর জিম্বাবুয়েকে ছুড়ে দেয় ২৭৮ রানের লক্ষ্য। জবাব দিতে নেমে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়ানোর সুযোগই পায়নি জিম্বাবুয়ে। গতকাল ৮ উইকেটে ২০৫ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে তারা। যদিও অধিনায়ক আরভিন আশা দেখাচ্ছিলেন নাটকীয় কিছুর। কিন্তু ৫৩ রান করা এই ব্যাটারকে থামিয়ে স্বাগতিকদের সেই ২০৫ রানেই গুটিয়ে দেন রশিদ। ২৭.৩ ওভার বোলিং করে ৬৬ রান খরচে ৭ উইকেট শিকার করেন তিনি। আগের ইনিংসের ৪ উইকেট মিলিয়ে ম্যাচে ১৬০ রানের বিপরীতে ১১ উইকেট নেন এই লেগ স্পিনার। তাই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই। এদিকে ২ ম্যাচে এক ডাবল সেঞ্চুরি ও এক সেঞ্চুরিসহ ৩৯২ রান করে সিরিজসেরা হয়েছেন আফগানিস্তানের রহমত শাহ।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ঘুরে দাঁড়ানোর আশায় ঢাকা
পরবর্তী নিবন্ধতামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে হারালো বরিশাল