জিমন্যাস্টিকসে নতুন কোচ পেল বাংলাদেশ

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

এ বছর জিমন্যাস্টিকসে বাংলাদেশের ব্যস্ত সূচি। কয়েকটি আন্তর্জাতিক গেমস সামনে। গেমসগুলোতে উচ্চতর প্রশিক্ষণের জন্য এবার দক্ষিণ কোরিয়া থেকে কোচ এনেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। দেশটির সাবেক কোচ চো সাং ডাংকে দায়িত্ব দেওয়া হয়েছে লাল-সবুজ দলের।

মঙ্গলবার রাতে ঢাকায় এসে গতকাল বুধবার সকাল থেকেই অনুশীলন নেমে পড়েছেন ডাং। জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু বলেছেন, ৭৫ বছর বয়সী কোচ আগামী চার বছরের মধ্যে বাংলাদেশকে অলিম্পিকে সোনা জয়ের আশা দেখিয়েছেন। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জেতার কথা শুনিয়েছেন।

আপাতত কোরিয়ান কোচের সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে জিমন্যাস্টিকস ফেডারেশন। মাসিক ৩ হাজার ডলার বেতন পাবেন তিনি। এই মেয়াদ শেষে তার সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক স্টোকস আর কোচ গ্যারি কারেস্টেন
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ম্যাচ খেলে মালয়েশিয়া যাবে ফুটবল দল