বুয়েটের বস্তু ও ধাতব প্রকৌশল বিভাগের প্রফেসর ড. ফাহমিদা গুলশানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিধিদল গত ৫ এপ্রিল সীতাকুণ্ডস্থ জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক প্রযুক্তি সমৃদ্ধ প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তারা পণ্যের গুণগত মানের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা বিষয়ে কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করেন। এ সময় জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, আরএন্ডডি বিভাগের ডিজিএম ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, বুয়েটের বস্তু ও ধাতব প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোক্তাদির বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











