জিপিএইচ ও আইইবি’র যৌথ উদ্যোগে নির্মাণ শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

অবকাঠামো উন্নয়নে দেশে বিদেশে নির্মাণ শিল্পীরা যাতে দক্ষতার সাথে কাজ করতে পারে এর জন্য জিপিএইচ ইস্পাত ও ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের যৌথ উদ্যোগে দিন ব্যাপী নির্মাণ শিল্পীদের প্রশিক্ষণ কর্মশালা গত ১১ ডিসেম্বর চট্টগ্রামের আগ্রাবাদস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণকালে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, বিশ্ব সেরা প্রযুক্তি দিয়ে ক্লিন ও পিউর রড তৈরি করে আমরা চীনের মতো উন্নত দেশে লোহার বার এর বৃহত্তম চালান রপ্তানি করেছি।

এই প্রযুক্তি দিয়ে এখন কোড ব্যবহার করে যে কোনও দেশের চাহিদা মতো হাইপারফরমেন্স রড তৈরি করতে সক্ষম। এই রড ব্যবহার করার ক্ষেত্রে সহযোগিতা দিলে বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা অন্যান্য সেক্টরেও অত্যাধুনিক প্রযুক্তি আনতে অনুপ্রেরণা পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোভন মাহবুব শাহাবউদ্দিন (রাজ), মিডিয়া এডভাইজার অভীক ওসমান, সিনিয়র ডিজিএম (মার্কেটিং এন্ড সেলস) জাহেদ আল আসবা, ডিজিএম (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সাইফুল ইসলাম। আইইবি’র পক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন ইঞ্জিনিয়ার সুজন বসাক এবং ইঞ্জিনিয়ার অসীম সেন।

অংশগ্রহণকারীদের জিপিএইচ ফ্যাক্টরি পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। নগরীর ২৬০ জন নির্মাণ শিল্পী (মেশন) প্রশিক্ষণে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে বিজিবির তিন অভিযানে ভারতীয় মদ জব্দ
পরবর্তী নিবন্ধফুটপাত ও রাস্তায় ব্যবসা ৯ ব্যক্তিকে জরিমানা