জিপিএইচ এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৩৮ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে গতকাল মঙ্গলবার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, জিপিএইচ ইস্পাতের কর্মকর্তা এবং তাদের পরিবার হাসপাতালে ভর্তি, পরামর্শ, পরীক্ষা, অ্যাম্বুলেন্স, ডায়াগনস্টিক এবং অন্যান্য পরিষেবাসহ অগ্রাধিকার পরিষেবা পাবেন ইবনে সিনা হাসপাতাল থেকে। চুক্তিতে জিপিএইচ ইস্পাত লিমিটেডের হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অতনু গুপ্ত এবং ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট২ নিয়াজ মাখদুম শিবলী স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে জিপিএইচ ইস্পাত লিমিটেডের হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অতনু গুপ্ত বলেন, জিপিএইচ ইস্পাত কর্মীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের সুস্বাস্থ্য ও মঙ্গলের প্রতি সর্বোচ্চ জোর দিয়ে থাকেন। তাছাড়া অতীতে বছরজুড়ে জিপিএইচ ইস্পাত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুমিরা প্ল্যান্টস্থ এলাকাবাসীর জন্য বিনামূল্যে চক্ষু শিবির, মেডিকেল ক্যাম্প এবং ডায়েবেটিস স্ক্রিনিংয়ের আয়োজন করে থাকে। ইবনে সিনা ট্রাস্টের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট২ নিয়াজ মাহমুদ শিবলী বলেন, এ হাসপাতাল জিপিএইচ ইস্পাতের কর্মকর্তাদের প্রায়োরিটি সার্ভিস নিশ্চিত করবে, ভবিষ্যতে স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ আদর্শিক রাজনীতিবিদের উজ্জ্বল দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধসৌদি রাষ্ট্রদূতের চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন