জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে শতদল, মুক্তিযোদ্ধার জয়

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে শতদল এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শতদল ৩-০ গোলে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজকে এবং দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-১ গোলে অফিস দল বিসিআইসিকে পরাজিত করে। শতদল-মোহামেডান ব্লুজের খেলায় প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। তবে এ অর্ধে মোহামেডান ব্লুজের জসিম উদ্দিন সুজনকে দুবার হলুদ কার্ড দেখানো হয়। এটা লাল কার্ডে পরিণত হলে তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়। ব্লুজ পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয়ার্ধে অধিকাংশ সময় শতদলই আক্রমণে ব্যস্ত থাকে। এ অর্ধের ১০ মিনিটেই তারা এগিয়ে যায়। হৃদয় হাওলাদারের কাছ থেকে বল পেয়ে সারুয়ার জাহান নিপু শট করেন। বল একজনের পায়ে লেগে কিছটা বাঁক খেয়ে জালে পৌঁছলে শতদল এগিয়ে যায় ১-০ গোলে। ব্লুজ রক্ষণভাগ এ সময় কিছুই করতে পারেনি। ১৩ মিনিটে আবার এগিয়ে যেতে পারতো শতদল। নিপুর দেয়া বল গোলমুখের সামনে আসে। সে বলে পায়ের সংযোগ ঘটাতে ব্যর্থ হন দিদারুল ইসলাম। এবং একটি নিশ্চিত গোল থেকে শতদলকে বঞ্চিত করেন তিনি। পাঁচ মিনিট বাদেই গোলসংখ্যা দ্বিগুণ করে শতদল। এবার দিদারের পাস থেকে নিপুর নিপুন শট জালে জড়ায় (২-০)। ৩৫ মিনিটে আবারো গোল পায় শতদল। সুমন থেকে পাওয়া বলে দিদার লক্ষ্যভেদ করেন (৩-০)। বাকি সময় শতদলকে গোল করতে তেমন উদ্যোগী মনে হয়নি। ব্লুজকেও গোল শোধে তৎপর হতে দেখা যায়নি। ৭ খেলা শেষে শতদলের পয়েন্ট হয়েছে ১২।
তারা চারটি খেলায় জিতেছে এবং শেষ তিনটি খেলা টানা জিতেছে। শতদল ৩টি খেলায় পরাজিত হয়েছে। মোহামেডান ব্লুজ সমান খেলায় ৮ পয়েন্ট পেয়েছে। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নিপু। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন জেলা শিক্ষা অফিসার ও সিজেকেএস কাউন্সিলর মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।
মুক্তিযোদ্ধা-বিসিআইসি

দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধা এবং বিসিআইসি অংশ নেয়। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। মুক্তিযোদ্ধা আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে পারেনি। বেশ কয়েকটি আক্রমণ থেকে গোল মিস করে তারা। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে মুক্তিযোদ্ধা। এ থেকে ৮ মিনিটেই তারা গোল পেয়ে যায়। মুক্তিযোদ্ধা ফ্রি কিক লাভ করে। তা থেকে বল পেয়ে সায়েম গোল করেন। এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ১-০ গোলে। তবে দু’মিনিট বাদেই গোল শোধ করে দেয় বিসিআইসি। আক্রমণে উঠা বিসিআইসির বেলাল গোল করলে খেলায় সমতা আসে (১-১)। এ সময় তারা আক্রমণ করে খেলছিল। অবশ্য বিসিআইসি গতকাল প্রথম থেকে খানিকটা উজ্জীবিত হয়ে খেলার চেষ্টা করে। এতে করে মনে হয়েছিল তারা বুঝি আজ প্রথম পয়েন্ট অর্জন করে নেবে। কিন্তু না, তা হয়নি। টানা ৭ম পরাজয় বরণ করে তারা। এ অর্ধের ৪১ মিনিটে সুমন আলীর ক্রস থেকে বল পেয়ে সায়েম আবারো গোল করেন। এগিয়ে যায় মুক্তিযোদ্ধা ২-১ গোলে। বাকি সময় বিসিআইসি গোল শোধের চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। তবে মুক্তিযোদ্ধাও কেবল রক্ষণ নিয়ে ব্যস্ত ছিল না তারাও আক্রমণে গেছে। কিন্তু কেউ আর গোল পায়নি। ৭ খেলা শেষ মুক্তিযোদ্ধা ১০ পয়েন্ট পেয়েছে। বিসিআইসির কোন পয়েন্ট নেই। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সায়েম। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মফিজুর রহমান। আজ বিকাল ৩ টায় ব্রাদার্স ইউনিয়ন এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে। এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৭৭ কোটি টাকা