জিপিএইচ ইস্পাত টার্ফ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ গত ১২ এপ্রিল নগরীর অক্সিজেন এলাকায় শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি বলেন, কর্মজীবনের পাশাপাশি সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের ক্রীড়া ও অন্যান্য নির্মল বিনোদনের সুযোগ থাকলে ফিজিক্যাল ফিটনেস বজায় রাখা সম্ভব হয় এবং কর্মক্ষেত্রে অনুপ্রেরণাও বৃদ্ধি পায়। আগামীতে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপে আরও সহায়তা প্রদান করা হবে, যাতে জিপিএইচ–এর ক্রিকেটাররা জাতীয় পর্যায়ের খেলায় দক্ষতা অর্জন করতে সক্ষম হয়।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার টি. মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, জিপিএইচ–এর ফিউচার লিডার সায়হাম সাদিক পিয়াল, সুবা সোহা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় জিপিএইচ–এর আন্তঃবিভাগীয় ১৬টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি ঢাকাস্থ কর্মকর্তা ও কর্মচারীগনের ১২টি দল নিয়ে পল্লবী মিরপুরে উক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম অঞ্চলের সেমি–ফাইনাল, ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং ট্রফি বিতরণ করা হবে।