জিপিএইচ ইস্পাতের কুমিরা প্লান্টে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

প্লান্ট সংলগ্ন প্রতিবেশী ও স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরই অংশ হিসেবে জিপিএইচ ইস্পাত কুমিরা প্লান্টে গতকাল বুধবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। সেবা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, সামপ্রতিক বছরগুলোতে আমরা বিশেষ করে মহিলাদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা, প্রসূতি সেবা এবং খৎনাসহ সার্বিক চিকিৎসা সেবা ও সার্জারিতে সহযোগিতা দিয়ে আসছি।

চক্ষু বিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিকেল টিম এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। এদিন মোট ৫১২ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাকালে জিপিএইচ ইস্পাত সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। তখন সীতাকুণ্ড ও বৃহত্তর চট্টগ্রামসহ সারা দেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ ডিসেম্বর সীতাকুণ্ডের কৃতী এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা
পরবর্তী নিবন্ধচন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়ন কাজ শুরু