অমর একুশে উপলক্ষে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মো. শাহ নওয়াজ। তিনি বলেন, প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার–জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না। তিনি সকল ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন।
অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের সভাপতিত্বে জিনিয়াস সদস্য সচিব বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী শওকত জাহান, ডি আই এম জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মনে মাতৃভাষার প্রতি সম্মান ও ভালোবাসা জাগ্রত করে তোলা এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যায়ে তিনটি গ্রুপে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক গ্রুপের সেরা ১৫ জন করে মোট ৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফিয়ান, মোহাম্মদ আলী, মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, ফয়েজ আহমেদ, সায়েদ মুহাম্মদ সাইমুম সাকিব ও তাসনোভা আহমেদ তাহিসহ শিক্ষক–শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। প্রেস বিজ্ঞপ্তি।