চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন–২৫ দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী হয়েও ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় পেয়েছেন আকাশ দাস। এমন জয় পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন আকাশ দাস। আকাশ মোট ৪,৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছেলেদের তুলনায় নারী শিক্ষার্থীদের ভোট বেশি পেয়েছেন বলে মনে করেন তিনি।
চাকসু নির্বাচনে বিজয়ের অনুভূতি জানতে চাইলে আকাশ বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে তাদের বুকে টেনে নিয়েছে এটা আসলে অকল্পনীয় ছিল। শিক্ষার্থীরা এভাবে আমাকে কাছে টেনে নেবে, এটা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি। শিক্ষার্থীরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে সেটা হয়তো আমার পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তবে আমার হৃদয়ের দ্বার প্রতিটি শিক্ষার্থীর জন্য খোলা।
আকাশ দাস বলেন, বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের মানুষ আমাকে যে পরিমাণে ভালোবাসা দিল, এরপর আমার আসলে আর তেমন কিছু চাওয়ার নাই। আমি মানুষের কাছে দোয়া ও তাদের সমর্থন প্রত্যাশা করি। ইসলামী ছাত্রশিবিরের সকল কলাকুশলীকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আকাশ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল মত ও পথের শিক্ষার্থীর সহযোগিতা নিয়ে স্বপ্নের একটি ক্যাম্পাস বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।