জিতলেন দেব, রচনা, শতাব্দী

| বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:১৯ পূর্বাহ্ণ

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছিল মঙ্গলবার (৪ জুন)। গণনার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড় বইতে থাকে। ঘাটালে শেষ হাসি হাসলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)। এ নিয়ে টানা তৃতীয়বার সংসদ সদস্য হলেন দেব। অনুব্রত মণ্ডলবিহীন লালমাটির দেশ বীরভূমে জড় পেয়েছেন শতাব্দী রায়। চতুর্থবারের মতো সংসদ সদস্য হয়েছেন অভিনেত্রী।

লোকসভা কেন্দ্রে প্রথম ফল ঘোষণা হয় কৃষ্ণনগর কেন্দ্র। সেখানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। টানা ২৫ বছর পর বহরমপুর কেন্দ্রটি কংগ্রেসের হাতছাড়া হয়েছে। তাও রাজনৈতিক মাঠে আনকোরা ইউসুফ পাঠানের কাছে। বামদের সঙ্গে জোট বেঁধে কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই জোট সাফল্য পায়নি। বহরমপুর কেন্দ্র থেকে সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ নেতা অধীর। হুগলি কেন্দ্রটি ২০১৯ সালে বিজেপির দখলে ছিল। এবার সেই কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দিদি নাম্বার ওয়ানখ্যাত রচনা ব্যানার্জি। শ্রীরামপুর কেন্দ্রটি এবারও দখলে রেখেলেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনে ৭ লাখ ৭ হাজার ৩৬০ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। আসানসোলে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়াকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলিউড তারকা শক্রঘ্ন সিনহা। দক্ষিণ কলকাতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মালা রায়।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে থেকে জিতলেন খালিস্তানি নেতা অমৃতপাল
পরবর্তী নিবন্ধভারতের জনগণ বলে দিয়েছে, তারা মোদীকে চায় না : রাহুল