জিজ্ঞাসাবাদে জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হল আনিস আলমগীরকে

| সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রোববার রাত ৮টার পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। খবর বিডিনিউজের। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি আমরা। তার সঙ্গে কথা বলার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দেব।’

পূর্ববর্তী নিবন্ধকাল ক্বণন’র অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’
পরবর্তী নিবন্ধসিদ্দিকে আকবরের (রা.) মহব্বত উম্মতে মুহাম্মদীর ওপর ওয়াজিব