জিকো-মোরসালিন-বিশ্বনাথ পেলেন বাড়তি বোনাস

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাফের সেমিফাইনালে খেলতে পারলে ৫০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল ৯ জুলাই সেই প্রতিশ্রুত বোনাসের অর্থ খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছেন তিনি। তবে আসরে ভালো পারফরম্যান্সের কারণে তিন ফুটবলারকে বাড়তি বোনাস দিয়েছেন তিনি। ফেডারেশনের পক্ষ থেকে সব খেলোয়াড়দের দেওয়া হয়েছে দেড় লাখ টাকা। সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। তাদেরকে অতিরিক্ত এক লাখ টাকা বোনাস দিয়েছেন কাজী সালাউদ্দিন। এছাড়া বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা বাড়তি পুরস্কার দেয়া হয়েছে। বিশ্বনাথকে বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘটনা অবশ্য ভিন্ন। ভালো পারফরম্যান্সের পাশাপাশি নেপথ্যের কারণও বলেছেন সালাউদ্দিন। ভালো খেলার পাশাপাশি বিশ্বনাথের টিম স্পিরিটের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘বিশ্বনাথ নিজেই ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে জিতলে সে পাঁচ লাখ টাকা দেবে। এটা স্পিরিটের অংশ। এ রকম খেলোয়াড়ই আমার দরকার।’ দলের মনোবল চাঙ্গা করতে বিশ্বনাথ যে পদক্ষেপ নিয়েছেন তার প্রশংসা করেছেন সালাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ‘দর্শকদের অনেক ইতিবাচক রিভিউ পাচ্ছি’
পরবর্তী নিবন্ধতায়কোয়ানডোর উচ্চতর প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়ায় চট্টগ্রামের ছেলে নোমান