অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান একাংশের চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গত সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। খবর বিডিনিউজের।
আবেদনে বলা হয়, রংপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। দুদক জেনেছে, জিএম কাদের ও তার স্ত্রী সম্পদ হস্তান্তর করে দেশ ছেড়ে পালাতে পারে। আর তা হলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।
আওয়ামী লীগের সরকারের তিন মেয়াদে বিরোধী দলে বসা জাতীয় পার্টি জুলাই গণঅভ্যুত্থানের পর বিপাকে পড়ে। রাজনৈতিক পটপরিবর্তনের পর জি এম কাদেরকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।