কোতোয়ালী থানা জাতীয় পার্টির দ্বি–বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কায়সার হামিদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ। উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সহসভাপতি আবু জাফর মাহমুদ কামাল। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাজী শওকত আকবর, মহানগর সহসভাপতি মো. আলী। বিশেষ বক্তা ছিলেন মহানগরের সাংগঠনিক সম্পাদক কে.এম. আবছার উদ্দির রনি। বক্তব্য রাখেন হাজী আসলাম মিয়া, মো. ওসমান খাঁন, মহানগর মহিলা পার্টির সভাপতি সুলতানা রহমান, আমিনুল ইসলাম আমিন, মো. সেলিম, কামাল উদ্দিন মাসুদ, আবু হানিফ নোমান, আরাফাত রহমান কচি, মো. ইকবাল, মো. শামীম, তাজনিনা আক্তার মনি, নাহিদা সুলতানা প্রিয়া, পারুল আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, দেশে সরকার আছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ করছে অদৃশ্য শক্তি ব্যবসায়ী সিন্ডিকেট। এ সিন্ডিকেট দেশের মানুষের পকেটের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগমপাড়ায় বহুতল ভবন নির্মাণ করছে। এভাবে একটি দেশ চলতে পারে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার প্রতিষ্ঠা করে এ গণবিরোধী, গণবিচ্ছিন্ন ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে হবে। সরকারের কাছে অনুরোধ–সময় থাকতে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ জাতীয় সরকারের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন।
কোতোয়ালী থানা জাতীয় পার্টির দ্বি–বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতৃবৃন্দদের সর্বসম্মতিক্রমে মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীনকে সভাপতি, হাজী আসলাম মিয়াকে সিনিয়র সহসভাপতি, কায়সার হামিদ মুন্নাকে সাধারণ সম্পাদক ও মো. ফিরোজ আলম খোকনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।