চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে অযত্নে ও অবহেলায় ম্লান হয়ে পড়ে রয়েছে চট্টগ্রামের কিংবদন্তি ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ খালেদ চত্বরটি। দেশের শিক্ষা, রাজনীতি ও সংবাদপত্র জগতের আলোকিত ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ খালেদকে উৎসর্গীকৃত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) তাঁর নামে নগরের জিইসি মোড়ের গুরুত্বপূর্ণ এই স্থানটি নামকরণ করে। কিন্ত পরিতাপের বিষয় চসিকের বিগত মেয়র তাঁর ছবি দিয়ে চত্বরটি উদ্বোধন করে দায়িত্ব শেষ করেছেন। এরপর চসিক চত্বরটির নান্দনিক রূপ না দেয়ায় সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে কতিপয় সুবিধাভোগী চক্র। এতে করে একজন মনীষীর প্রতি সম্মানের চেয়ে অসম্মান প্রদর্শনের সামিল।
এই অবস্থান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে বিনীত অনুরোধ চট্টগ্রামের এই কিংবদন্তি মনীষীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে অধ্যাপক মোহাম্মদ খালেদ চত্বরটিতে দ্রুত নান্দনিক রূপ দেয়া হোক। এ বিষয়ে আপনার আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করছি।
রোকসানা রূপা
মেহেদীবাগ, চট্টগ্রাম।












