জিইসির কনসার্টে সংঘর্ষের ঘটনায় ১০ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দুইপক্ষের সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন। গত শনিবার ঘটনা পরবর্তী রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নামঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল সকালে একটি মামলা দায়ের হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান দৈনিক আজাদীকে গ্রেপ্তার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বিস্তারিত জানাতে পারেন নি। গত শনিবার সন্ধ্যার পর কনভেনশন সেন্টারে দুইপক্ষের সংঘর্ষ, ভাঙচুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। তখন গোলাগুলির ঘটনাও ঘটে। এতে মো. শরীফ নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মো. শরীফ এমইএস কলেজ ছাত্রদলের কর্মী। তিনি নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারী বলে জানা গেছে। কনসার্টে গোলাগুলির খবরে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানিয়েছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টার করছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে পুলিশ। ভিডিওতে দেখা যায়, শর্টগান থেকে গুলি ছুড়তে ছুড়তে কনভেনশন সেন্টারের গেইটের দিকে এগিয়ে যান সাদা পোশাকের এক ব্যক্তি। তার পেছনে ছিলেন পুলিশ সদস্যরা। জানা গেছে, গত শনিবার হোন্ডা’র আয়োজনে ব্যান্ডদল আর্টসেলের কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তায় ম্যাজিস্ট্রেট নিয়োগ, কঠোর নজরদারিতে পুরো ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধএবার সারচার্জ আরোপ করল এমএসসি