চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে বিতণ্ডার পর তার বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরেক চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী রোববার সাংবাদিকদের বলেন, শিল্পী সমিতিতে নালিশ তিনি দেবেন। সেই সঙ্গে জ্যেষ্ঠ শিল্পীদের সঙ্গে আলোচনা করে থানায় জিডিও করবেন তিনি। চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে শুক্রবার ওমর সানীর সঙ্গে জায়েদ খানের বাক-বিতণ্ডা হয়েছিল। তখন জায়েদ খান পিস্তল বের করে হুমকি দেন বলে ওমর সানীর অভিযোগ। খবর বিডিনিউজের।
বিতণ্ডার কারণ দেখিয়ে ওমর সানী বলেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছিলেন জায়েদ খান। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে, ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে প্রকাশ্যে চড় মারেন ওমর সানী, তখন নিজের কাছে থাকা পিস্তল বের করে হুমকি দেন জায়েদ। জায়েদ খান বলেছেন, তাকে কেউ চড় মারেননি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এমনকি তিনি সেদিন পিস্তল সঙ্গে নিয়েও যাননি।
ডিপজলও বলছেন, সেই বিয়ের আয়োজনে জায়েদ খানের পিস্তল নিয়ে প্রবেশের কোনো সুযোগ ছিল না, চড় মারার কোনো ঘটনাও ঘটেনি। চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে আছেন ইলিয়াস কাঞ্চন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে আইনি লড়াই। ভোটের পর জায়েদ খানকে সম্পাদক ঘোষণা করা হলেও আপিল করে বিজয়ী হন নিপুন আক্তার। এরপর বিষয়টি গড়ায় আদালতে। মৌসুমী এর আগে শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন।