জায়েদ খানকে ১৮ সংগঠনে ‘বয়কট’ ঘোষণা

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। গতকাল শনিবার সকাল ১১টায় এফডিসিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। খবর বিডিনিউজের।
সোহান বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অন্য কোনো সংগঠনের সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি; যা নিন্দনীয় ঘটনা। আমরা প্রমাণ পেয়েছি, এই কাজটা জায়েদ খান করেছে। সে কারণেই সম্মিলিতভাবে বসে তাকে বয়কটের সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিলাম।
১৮ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা জায়েদ খানের সঙ্গে কোনো সিনেমা করবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে এ বিষয়ে জায়েদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো শপথগ্রহণ করেছেন জায়েদ; তার পরদিনই তাকে বয়কটের ঘোষণা এল। ১৮ সংগঠনের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ছাড়া প্রযোজক সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির প্রায় সব সংগঠনই রয়েছে।
দেড় বছর আগেও ‘চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে জায়েদকে বয়কট করেছিল ১৮ সংগঠন; পরে তা তুলে নেওয়া হয়েছে। মাঝে কয়েকটি সিনেমার শুটিংও করেছেন জায়েদ খান।

পূর্ববর্তী নিবন্ধভোজ্য তেলের দাম কিছুটা না বাড়ালে আমদানি কমে যাবে : কৃষিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবইমেলায় ‘শিশু-কিশোর জগৎ’