জায়েদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোয় ৫ জনকে জিজ্ঞাসাবাদ

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি কার্যালয়ে। খবর বাংলানিউজের।
জায়েদ খানের অভিযোগ, কদিন পরপর তার বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করা হয়। এতে করে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ওই পাঁচ ব্যক্তির নামে জায়েদ খান ডিবির সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ দেন। ঘটনাটি আমলে নিয়ে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তদন্ত কর্মকর্তারা। ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন সাইবার ক্রাইমের (ডিবি) এডিসি মনিরুল ইসলাম।
জায়েদ খান বলেন, আমার নামে বেশ কিছুদিন ধরেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। যে কারণে আমি লিখিত অভিযোগ দিই। ডিবির সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বসহ দেখছে। যদি অভিযুক্তরা সন্তোষজনক জবাব দিতে না পারে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পর্যন্ত করতে পারি। কারণ আমরা শিল্পীরা সম্মান নিয়ে বাঁচতে চাই।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ কমাতে প্রয়োজন অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন : মেয়র
পরবর্তী নিবন্ধঘাম ঝরাচ্ছেন দীপিকা