জাহিদুল হকের ইন্তেকাল

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:৪২ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের সংগঠক এবং চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদুল হক গত ১ এপ্রিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। তিনি বিবিসি বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের পিতা।
করোনা আক্রান্ত হওয়ার পর গত দুই সপ্তাহ ধরে তিনি চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে তিনি হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তাকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুরের কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধটিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা দিচ্ছে এডিবি