ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের অভিনেত্রী জাহারা মিতু। তিনি একাধারে মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। তবে এবার নতুনভাবে ধরা দিবেন এ অভিনেত্রী। ‘শত্রু’ সিনেমার মাধ্যমে গীতিকবি হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মিতু। মঙ্গলবার অভিনেত্রী বলেন, আমি ‘পাখি পাখি’ নামে একটা গান লিখেছিলাম। সেই গানটা ‘শত্রু’ সিনেমার পরিচালক সুমন ধর দেখে খুব পছন্দ করেছেন। তখন সে বলে এই গানটা ‘শত্রু’ সিনেমায় রাখতে চাই। সোমবার সারাদিন এফডিসিতে গানটির শুটিং হয়েছে।
জাহারা মিতু জানান, ‘পাখি পাখি’ গানটি সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গানটিতে গেয়েছেন আসিফ আকবর ও কলকাতার কণ্ঠশিল্পী অঙ্কিতা। এদিকে, ‘শত্রু’ ছবিতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করছেন মিতু। একজন বখাটে মেয়ে, নেশাগ্রস্ত। অন্যদিকে বাপ্পীর চরিত্রের নাম দুর্জয়। পুলিশের সাব ইন্সপেক্টর। নির্মাতা সুমন ধরের অ্যাকশন থ্রিলার ছবিটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশা সওদাগরকে।