হাটহাজারী উপজেলার উদালিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী চৌধুরীর সহধর্মিনী জাহানারা বেগম (৭৪) গত বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। গতকাল শুক্রবার বাদ আছর নামাজে জানাজা শেষে উদালিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাহানারা বেগম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরোয়ার আলম চৌধুরী মনির মাতা। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ সংস্থার কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












