শহীদ জননী জাহানারা ইমামের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে গতকাল রেরাববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এতে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ডা. মাহ্ফুজুর রহমান, খেলাঘর সভাপতি প্রফেসর ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম। ড. অনুপম সেন বলেন ‘বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ কীর্তি মুক্তিযুদ্ধ, ৭৫এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছিল, তৎপরবর্তী জাহানারা ইমাম যুদ্ধাপরাধ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, তাঁর এই আন্দোলন বাঙালিকে আশান্বিত করেছিল।
ডা. মাহফুজুর রহমান বলেন ‘নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে পারলে জাহানারা ইমামের আন্দোলন সার্থক হবে। ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম বলেন, প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনা ভূলুন্ঠিত হচ্ছে, এজন্য তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, জাতির যেকোন ক্রান্তিলগ্নে জাহানারা ইমাম সবসময় আলোর মশাল হাতে জাতিকে পথ দেখিয়েছেন। জাহানারা ইমামের গঠিত গণআদালতের মাধ্যমেই আজকের বাংলাদেশে শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া। প্রেস বিজ্ঞপ্তি।