জাহাজ ডুবে নিখোঁজ যুবকের লাশ ভেসে এলো সীতাকুণ্ড উপকূলে

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ৯:৫৯ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজের দু’দিন পর সীতাকুণ্ড উপকূল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক এমদাদুল হক রাসেল (২২) ডুবে যাওয়া পণ্যবাহী ওই জাহাজের কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার রায়কোট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।

নিহতের ভাই অহিদুল্লাহ জানান, গত শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে হাতিয়া সাগর উপকূল থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যায়। এ সময় তার ভাইও সাগরের পানিতে ডুবে নিখোঁজ হন। এ ঘটনার পর ভাইয়ের মরদেহ খুঁজে পেতে উপকূলের বিভিন্ন এলাকায় ছুটোছুটি করেন তিনি। নিখোঁজের দু’দিন পর গতকাল সীতাকুণ্ডের উপকূলে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পোশাক দেখে মরদেহটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন অহিদুল্লাহ।

কুমিরা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, দুপুরে সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এই সময় তারা বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থলে পৌঁছে গাউছিয়া কমিটির সহায়তায় লাশটি উদ্ধার করেছি। পরে নিহতের ভাই এসে লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১৪ থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান কৈয়ুম ও জব্বার দুই ভাই
পরবর্তী নিবন্ধমাদকের পৃথক দুই মামলায় চারজনের যাবজ্জীবন