বন্দরের এনসিটি ২ জেটিতে একটি জাহাজে আমদানি পণ্যের কন্টেনারে ধোঁয়া দেখা গেছে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কোটা রাজিন নামের জাহাজে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।
বন্দরের একজন কর্মকর্তা জানান, আমদানি করা মাছের খাবারের একটি কন্টেনারে ধোঁয়া দেখা যায়। তাৎক্ষণিক বন্দরের নিজস্ব ফায়ার টেন্ডার ও কাণ্ডারী দশ ও কাণ্ডারী দুইকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এ সময় কন্টেনারটি বন্দরের গ্যান্ট্রি ক্রেন দিয়ে জাহাজ থেকে নামিয়ে ফেলা হয়। তিনি জানান, কন্টেনারটি যে বেসরকারি ডিপোতে নেওয়ার শিডিউল ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।