শিপিং এজেন্টগুলোকে তাদের জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই আর সেগুলোতে করে দেশটিতে সামরিক বা বিপজ্জনক মালামাল নিয়ে যাওয়া হচ্ছে না, এমন ঘোষণা দিয়ে চিঠি দিতে বলেছে তুরস্কের বন্দর কর্তৃপক্ষগুলো। খবর বিডিনিউজের।
জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তারা অনানুষ্ঠানিকভাবে এমন তাগাদা দিতে শুরু করেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, বন্দর এজেন্টদের লিখিত নিশ্চয়তা দেওয়ার জন্য বন্দর প্রধানের দপ্তর মৌখিক নির্দেশনা দিয়েছে। তবে এ বিষয়ে কোনো দাপ্তরিক বিজ্ঞাপ্তি দেওয়া হয়নি। তাদের মধ্যে একজন জানিয়েছেন, তুরস্কের বন্দরগুলোতে নির্দেশনাটি প্রয়োগ করা হচ্ছে। অপর কর্মকর্তা জানিয়েছেন, নিশ্চিয়তা পত্রে উল্লেখ থাকতে হবে যে জাহাজের মালিক, ব্যবস্থাপক ও পরিচালনা কোম্পানির সঙ্গে ইসরায়েলের কোনো যুক্ততা নেই এবং জাহাজে ইসরায়েলে নিয়ে যাওয়ার জন্য বিস্ফোরক, তেজস্ক্রিয় পদার্থ অথবা সামরিক সরঞ্জাম তোলা হয়নি। এ বিষয়ে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সের আবেদনে সাড়া দেয়নি। তুরস্কের সঙ্গে ইসরায়েলের বার্ষিক ৭০০ কোটি ডলারের বাণিজ্য ছিল যা গাজা যুদ্ধকে কেন্দ্র করে গত বছর আঙ্কারা ছিন্ন করেছে।