নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে ১ হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেলসহ মো. নুর আলম (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। এ সময় জাহাজের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক নুর আলম পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোটসিফা এলাকার সেকান্দর হাওলাদারের ছেলে।
গতকাল দুপুরে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরশাহ এলাকায় পাকা রাস্তার ওপর জাহাজের চোরাই জ্বালানি তেল বেচাকেনা করছে-এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে জাহাজের চোরাই জ্বালানি তেল বহনকারী একটি পিকআপসহ নুর আলমকে আটক করা হয়। এ সময় পিকআপ থেকে ৩৫টি তেলের জারে সংরক্ষিত ১ হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের বিভিন্ন চোরাই সরঞ্জাম উদ্ধার করা হয়। তেল বহনকারী পিকআপটি জব্দ করা হয়। আটক নুর আমিন দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে অপেক্ষাকৃত কম দামে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি, উদ্ধার করা তেল ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে।