জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ২০১৬ সাল থেকে পালন করছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার, আহত বা নিহত শ্রমিকদের স্মরণে দিবসটি প্রতি বছর পালন করা হয়। এই উপলক্ষে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গতকাল বিকাল ৪টায় সীতাকুণ্ড কদম রসুলে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
জাহাজভাঙা শ্রমিক নেতা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, টিইউসি নেতা মাহাবুব চৌধুরী, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, ইনসাব চট্টগ্রাম জেলার সভাপতি আব্দুর শুক্কুর, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, টিইউসি নেতা মো. রাশেদ, জাহাজভাঙা শ্রমিক নেতা মো. ইকবাল, মো. সবুজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।