জাহাজভাঙা শ্রমিকদের ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস প্রদানের দাবি

| শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের এক মানববন্ধন ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক এবং বাংলাদেশ শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্তের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, জাহাজভাঙা শ্রমিক সেফটি কমিটির আহ্বায়ক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আলী, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মোঃ মানিক মণ্ডল, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের শহিদুল ইসলাম, বিএফটিইউসি’র মোঃ হাসান প্রমুখ।

সমাবেশ থেকে বাংলাদেশ শ্রম বিধিমালার বিধি ১১১() অনুসারে জাহাজভাঙা শ্রমিকদের আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাস এবং মার্চ মাসের পূর্ন বেতন ২৫ রমাজনের মধ্যে প্রদান করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় দুই চোরাকারবারি আটক
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের পাশে দাঁড়ান