জাহাজভাঙা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় শোভন কাজ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও ফোরামের আহ্বায়ক তপন দত্তের সভাপতিত্বে এবং জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, শ ম জামাল উদ্দিন, দিদারুল আলম চৌধুরী, নুরুল আবসার, অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ, মোহাম্মদ আলী, মো. ইদ্রিছ, মাহাবুব চৌধুরী, মো. জামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের বর্তমান জীবনযাত্রা, পেশাগত স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার চিত্র তুলে ধরেন।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন। বক্তারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে শ্রমজীবী মানুষের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।