বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম পর্বে গতকাল রোববারের খেলায় পাবনা জয়লাভ করেছে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠ্বিত এ খেলায় পাবনা জেলা ৩ উইকেটে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। টসে জিতে পাবনা প্রথমে ব্যাট করতে পাঠায় হবিগঞ্জকে। ৩৮.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তারা ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীরুজ্জামান ৩৫, শাহিদুর রহমান ৩২,জাহিদুল হক হিমেল ১৬ এবং জয় হোসেন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১২ রান। পাবনা জেলার মারুফ হাসান ২৯ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন।
জবাবে পাবনা জেলা দল ৪৮.৩ ওভার বাট করে ১৩০ রান তুলে নেয়। দলীয় ওপেনার আতিকুর রহমান সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেন। এছাড়া তৌহিদ তারেক খান অপরাজিত ২৯,সাব্বির আলম ২২ এবং রফিকুজ্জামান ২০ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। হবিগঞ্জের বরকত উল্লাহ ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান হৃদয় দেব।