‘জাস্টিস ফর হাদি’ কেবল দাবি নয়, এটি বিচারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর

নগরীর হিলভিউ এলাকায় জোবাইরুল আরিফ

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফকে নগরীর হিলভিউ আবাসিক এলাকায় #ঔঁংঃরপবঋড়ৎঐধফর লেখা টিশার্ট পরিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জোবাইরুল আরিফ বলেন, আমাদের হাদীকে হারানোর ৩৪ দিন পার করেছি, কিন্তু এই ব্যর্থ প্রশাসন, এই রাষ্ট্র আমাদের ভাইকের খুনির ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখনো আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন কেউ নিরাপদ নয়। আজ #ঔঁংঃরপবঋড়ৎঐধফর শুধু একটি দাবি নয়, এটি সারাদেশের বিচারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর। উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এটি কেবল একজন প্রার্থীকে স্বাগত জানানোর আয়োজন নয়, বরং বিচারহীনতার বিরুদ্ধে একটি নৈতিক অবস্থানের প্রকাশ।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযান ১৪শ মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধনাগরিক সেবা বৃদ্ধিতে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে