জাসাসের বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

| বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ২৯ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা জাসাসের যৌথ এক প্রতিনিধি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন ভার্চুয়ালি যোগ দেন। জাসাস মহানগর সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এম এ মুসা বাবলু, জসিম উদ্দিন চৌধুরী, কাজী সাইফুল ইসলাম টুটুল, নাজমা সাঈদ, আলি আজম চৌধুরী, আশরাফ উল্লাহ, নাসির উদ্দীন, কামাল হোসেন, আরাফাত সাইফুল আদর, দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়াউদ্দিন, শাহাদাত খন্দকার, আইয়ুব খান, আমানুল্লাহ চৌধুরী বাবলু, আশরাফ আলী, খন্দকার সাইফুল ইসলাম, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, নজরুল ইসলাম তুহিন, মেসকাত হোসেন, মহিউদ্দিন জুয়েল, আবুল কালাম, জসিম উদ্দিন তালুকদার, আমিনুল ইসলাম রিপন, মোহাম্মদ সালাউদ্দিন, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, জহির হোসেন, নাহিদা আক্তার নাজু, রিপন ভান্ডারী প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। নেতৃবৃন্দ ষড়যন্ত্র মোকাবেলায় জাসাস নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধজন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন