জাল সনদে বিসিএসে চাকরি, ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে’ স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ দাখিল করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থা মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।

যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজিস্ট্রেশন নম্বর০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুন্ডু (রেজিস্ট্রেশন নম্বর১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজিস্ট্রেশন নম্বর০৮২৮১৪)। খবর বিডিনিউজের। অনুসন্ধানের বরাতে দুদক বলছে, এই তিন কর্মকর্তা স্নাতক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ‘ভুয়া সনদ’ প্রস্তুত করে তা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) দাখিল করেন। ‘ওই জাল সনদের’ ভিত্তিতেই বিসিএসে আবেদন ও পরবর্তীতে চাকরি গ্রহণ করেন। পিএসসির নিজস্ব তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা তুলে ধরে দুদক বলছে, ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকে সংস্থা মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭এর ১০() বিধির আলোকে তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে কমিশন অনুমোদন দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু’তে ‘দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধদেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট হতে দেওয়া যাবে না