জাল রেভিনিউ স্ট্যাম্প কোর্ট ফি ও ডাকটিকিট

আগ্রাবাদে আটক ৪

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং এলাকায় জাল রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাকটিকিট বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১৩ ফেব্রুয়ারি দিনভর অভিযান চালিয়ে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম এন্টারপ্রাইজ নামক দুটি দোকান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফেনীর সোনাগাজীর মঙ্গল কান্দির আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন বেলাল (৪২), সন্দ্বীপ উপজেলার পৌর হাড়ামিয়ার মো. ওবায়দুর হকের ছেলে মাকসুদুর রহমান রাসেল (৩৬), মীরসরাই থানার তিনঘরিয়াটোলার আবুল হাসেমের ছেলে আরব হোসেন (৩২) ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার রাইশগাঁও কাজী বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন শরিফ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বিশেষ আটালো স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল ডাকটিকিট ও বিভিন্ন সিল অবৈধভাবে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার দুটি দোকানে ক্রয়-বিক্রয় করে আসছে-এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৪ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইসিইউর চিকিৎসক নিজেই আইসিইউতে
পরবর্তী নিবন্ধটাকা না ভালোবাসা, কোনটি বেশি চায় মানুষ?