জাল নোটসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

নগরীর নতুন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর পার্কিংয়ের প্রবেশমুখে অভিযান চালিয়ে ৯৩ হাজার ৫শ’ টাকার জাল নোটসহ দুই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আজিম (৩০) ও তার সহযোগী মোহাম্মদ সোহাগ (৩৬)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আজিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জালনোট ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তারা যুবলীগ কর্মী বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিম জানান, তার সহযোগী মোহাম্মদ সোহাগের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা জালনোট ব্যবসা করে আসছিলেন। ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন। গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোহাম্মদ আজিম চৌদ্দগ্রামের আগুনশাইল গ্রামের মৃত মাহবুবুল হকের এবং মোহাম্মদ সোহাগ নাঙ্গলকোটের আশার কোটা গ্রামের মোহাম্মদ ছগির আহমদের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে কাভার্ডভ্যান ও টেক্সির সংঘর্ষ, আহত ৬