চট্টগ্রামের লোহাগাড়ায় তল্লাশি অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে চারটার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রাইভেট কারে এ তল্লাশি অভিযান করা হয়।
এ সময় জাল নোট রাখার দায়ে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ১) মোহাম্মদ মোদ্দাচ্ছির(২৫) তার বোন খাদিজা(১৭), তারা কক্সবাজার জেলার রাজা পালং ইউনিয়নের পাতাবাড়ি নলবুনিয়া পাড়ার মৃত শওকত আলীর ছেলে মেয়ে।
অপর আসামী(৩) হালিমা আক্তার (১৮) কক্সবাজারের ব্লক নম্বর এইচ-১৩ উখিয়া বালুখালি রোহিঙ্গা ১২ নম্বরছলিমুল্লাহর মেয়ে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ শ টাকার নোটে ৩০ হাজার ও হাজার টাকার নোট একটি মিলে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়, টাকাগুলো তারা চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার সেকেন্ড ইন অফিসার উপ-পরিদর্শক জাহেদ হোসেন বলেন, নিয়মিত অভিযানে জাল নোটসহ ৩ জনকে আটক করা হয়েছে, কাল রোববার সকালে যথাযথ আইনে আদালতে প্রেরন করা হবে।