জাল টাকা নিয়ে কেনাকাটার সময় আটক ২

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে জাল টাকার নোটসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়নের কানুরাম বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি ৫শ টাকার জাল নোট।

গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজার বিঘা এলাকার ফেরদৌস আহমদের পুত্র শাহ আলম (৩৫) ও সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দয়ার পাড়ার আবদুস শুক্কুরের কন্যা জান্নাত আরা বেগম (৩১)

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতরা কলাউজান কানুরাম বাজারে গিয়ে একাধিক দোকান থেকে জাল টাকার নোট দিয়ে মালামাল ক্রয় করেন। এক পর্যায়ে বেলাল উদ্দিনের মুদি দোকান থেকে নুডুলস কেনার পর ৫শ টাকার জাল নোট দেন। দোকানদার জাল টাকার নোট চিনতে পারলে কথা বলার এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় বাজারে থাকা লোকজন তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন দোকান থেকে জাল টাকার নোট দিয়ে মালামাল কিনে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী জানান, জাল টাকার নোটসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারিভাবে জাতীয় পর্যায়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনের উদ্যোগ
পরবর্তী নিবন্ধপাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের সভা