জাল জব্দ ও জরিমানা আদায়

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি  | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার সুতার জাল, ৩ টি অবৈধ বেহুন্দি জালসহ ২জনকে আটক করা হয়েছে। অভিযানে ৩০ কেজি ছোট মাছ জব্দ করা হয়েছে। তাছাড়া ভ্রাম্যমান অভিযানে আটককৃতদের ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা কারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান. গতকাল হালদা নদীর নিম্ন এলাকায় কর্ণফুলী মোহরা পর্যন্ত নৌ পুলিশ এ এস আই মো. রমজান আলী, সংগীয় ফোর্স ও পাহাড়াদারদের নিয়ে তিন ঘন্টা অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার সুতার জাল, ৩টি অবৈধ বেহুন্দি জাল ২ জনকে আটক করে। এই সময় ৩০ কেজি ছোটমাছ জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ কৃত মাছ গুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অবৈধ জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।সমপ্রতি সরকার হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে। হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাছ শিকার বিরত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্মরণীয় ব্যক্তিত্ব ড. শফিকুর রহমান
পরবর্তী নিবন্ধনির্জনতার একটু