জালে আটকা পড়া থেকে উদ্ধার বিদেশি পাখির বাচ্চা লস্কর দীঘিতে অবমুক্ত

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

শীত মৌসুমে ভিন দেশ থেকে এসে বহু অতিথি পাখি রাউজানে বংশ বিস্তার করে রেখে যায়। গত রবিবার এসব পাখির আটটি বাচ্চা রাউজানের ঊনসত্তরপাড়ার পাহাড়দেশের চড়া খাল থেকে উদ্ধার করে এলাকার ঐতিহাসিক লস্কর উজির দীঘিতে অবমুক্ত করা হয়েছে। এর আগে পাখির বাচ্চাগুলো কৃষকদের ক্ষেতে দেয়া ঘের জালে আটকা পড়েছিল। পাখি উদ্ধার করে নিয়ে আসা ওই এলাকার যুবক মোহাম্মদ ওসমান বলেছেন, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে দেখি বাচ্চাগুলো জালে আটকা পড়ে আছে। এমন দৃশ্য দেখে একে একে আটটি বাচ্চা জাল থেকে মুক্ত করি। সেখানে আরো কয়েকটি বাচ্চা মরা অবস্থায় দেখতে পাই। মুক্ত করা পাখি বাচ্চাগুলো আমাদের লস্কর উজির দীঘিতে অবমুক্ত করলে সেগুলো পানিতে সাঁতরে বেড়ায়।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, শীতের সময় এই দীঘিতে ঝাঁকে ঝাঁকে বিদেশি পাখি আশ্রয় নেয়। ওই সময়ে অনেক পাখি ডিম দেয়। ডিম থেকে বাচ্চা হওয়ার পর অপ্রাপ্ত বয়সের কারণে অনেক পাখি যাওয়ার সময় নিয়ে যেতে পারে না। রেখে যাওয়া বাচ্চা উড়ে যাওয়ার মতো শক্তি পেলে এগুলো তুলনামূলভাবে শীতল পরিবেশ খুঁজে নেয়। এলাকারবাসীর ধারণা এই বাচ্চা গুলো এই দীঘিতে জন্ম নেয়া ভিন দেশি পাখির বাচ্চা।

পূর্ববর্তী নিবন্ধদুঃস্থ শিক্ষার্থীকে পড়ালেখার বই তুলে দিলেন সীতাকুণ্ডের ইউএনও
পরবর্তী নিবন্ধজটিল রোগে আক্রান্ত ৯ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান