রাজস্ব না দিয়ে জালিয়াতির মাধ্যমে ভারত থেকে আনা ৮০ হাজার বেল্ট ও ৩০ হাজার হ্যাঙ্গার ছাড়িয়ে নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্টের এক কর্মচারী (জেটি সরকার)। তার নাম রাজিব দাশ। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্ট মেট্রোর পরিদর্শক মর্জিনা আকতার বলেন, গত রোববার রাজিব দাশকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তিনি জালিয়াতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতে দেওয়া জবানবন্দিতে রাজিব দাশ বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান তসলিমা লিমিটেডের জেটি সরকার থাকাকালে তিনি ২০২০ সালের ২৪ মার্চ আইপি জালিয়াতির মাধ্যমে শুল্ক সুবিধা গ্রহণ করে ভারত থেকে আনা ৮০ হাজার বেল্ট ও ৩০ হাজার হ্যাঙ্গার চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস থেকে ছাড়িয়ে নেন।