জালিয়াতির মাধ্যমে ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ

রেলওয়ে পূর্বাঞ্চলের অস্থায়ী কর্মচারীসহ তিনজনের বিরুদ্ধে নালিশি অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

জালজালিয়াতির মাধ্যমে সরকারের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের অস্থায়ী কর্মচারী মোহাম্মদ হাবিবুল্লাহ খাঁনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। বাকী দুজন হলেন, মো. সোহাগ ও কহিনুর আকতার। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে রেলওয়ে পূর্বাঞ্চলের এফএন্ডসিএও কার্যালয়ের হিসাব কর্মকর্তা মো. সোহাগ মীর বাদী হয়ে নালিশি অভিযোগটি (মামলা) দায়ের করেন। পরে আদালত শুনানি শেষে অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। বাদীর আইনজীবী এস এম সিরাজুদ্দৌলাহ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, নালিশি অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা গত বছরের ২৮ ডিসেম্বর থেকে গত ২৮ মার্চ সময়ের মধ্যে জালজালিয়াতির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সীল, সাক্ষর জাল করে ভূয়া বিল উপস্থাপন, চেক গ্রহণ ও পাশ করে ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের মধ্যে মো. সোহাগ ও কহিনুর আকতার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণা ও টাকা আত্মসাৎ করার জন্য মোহাম্মদ হাবিবুল্লাহ খাঁনকে প্ররোচিত করেন। মোহাম্মদ হাবিবুল্লাহ খাঁনের প্রতিনিধি হিসেবে মো. সোহাগ ও কহিনুর আকতার মিথ্যা নথি প্রণয়ন করেন। আরজিতে আরো বলা হয়, সরকারি কর্মকর্তাদের সীল, সাক্ষর, নথি জাল করে ভূয়া বিলকে খাঁটি হিসেবে ব্যবহারও করেন আসামিরা। আরজিতে বলা হয়, আসামি মো. সোহাগ দি কসমোপলিটন কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের ভূয়া কর্মকর্তা এবং কহিনুর আকতার দি কসমোপলিটন কর্পোরেশন নামের প্রতিষ্ঠানের পক্ষে সীমান্ত ব্যাংক আগ্রাবাদ শাখার কথিত হিসাবধারী ব্যক্তি। প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে আসামিরা দন্ডবিধির ৪০৬/৪২০/৪০৮ সহ বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও আরজিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমিথ্যা পরিচয়ে বিয়ে, চার জনের যাবজ্জীবন